চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

মুরাদপুরে দোকান-ফ্ল্যাটের ঈদ বিক্রয় মেলার উদ্বোধনকালে বক্তারা

মধ্যবিত্তের কথা মাথায় রেখেই আবাসন শিল্পে কাজ করছে এসএস ডেভলপার

১৪ জুন, ২০১৯ | ১:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুর, হাটহাজারী রোড, আবেদ শাহ মাজারের সামনে ২৫ কাঠা জায়গার উপর এস এ সনুর কমপ্লেক্সের দ্রুত নির্মাণাধীন আন্তর্জাতিক মানের ১৭ তলাবিশিষ্ট দৃষ্টিনন্দন বাণিজ্যিক ও আবাসিক ভবনে দোকান-ফ্ল্যাটের ঈদ বিক্রয়মেলা উদ্বোধন গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন এস এস ডেভলপার এন্ড কনসট্রাকশন কোম্পানি লি. এর পারিবারিক উত্তরাধিকারী এস এম সিদ্রাত উল্লাহ সিয়াম এবং এস এম মিক্দাত উল্লাহ সাইফ। উদ্বোধনকালে সিদরাত সাইফ ডেভেলপার এন্ড কনসট্রাকশন কোম্পানি লি. এর চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ রনি বলেন, মধ্যবিত্তের কথা মাথায় রেখেই সাফ কবলায় ১৮ মাসে ১৮টি সহজ কিস্তিতে দোকান এবং ৪২ মাসে ৪২টি সহজ কিস্তিতে ফ্ল্যাট বুকিং চলবে। সবার জন্য উন্মুক্ত এই মেলায় বুকিং দিলেই রয়েছে ৫-১৫ লক্ষ টাকার বিশাল ছাড়। এসময় উপস্থিত ছিলেন এসএম শফি, নাজিম উদ্দিন চৌধুরী, আকতার উদ্দিন রানা, রোটারিয়ান সফিউল্লাহ, জিএম মাহবুবু হোসেন, আবদুর গাফফার মিয়াজী, এড. শাহেদ উল্লাহ জনি, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ সরোয়ার কামাল, এ. কে.এম. জসিম উদ্দিন, মোহাম্মদ মনিরউদ্দিন আহম্মদ প্রমুখ। প্রসঙ্গত, গতকাল ১৩ জুন থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২৫ জুন রাত ১০ টা পর্যন্ত। মেলা চলবে প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট