১০ ডিসেম্বর, ২০২০ | ৩:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞপ্তি
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম কসমোপলিটনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৭ ডিসেম্বর নগরীর ‘দ্য প্যাভিলিয়ন’ রেস্টুরেন্টে সংগঠনটির আয়োজিত জেনারেল এসেম্ব^লিতে এ কমিটি ঘোষণা করা হয়। এতে অতিথি ছিলেন সংগঠনটির প্রাক্তন সভাপতি মাশফিক আহমেদ রুশাদ।
জেসিআই চট্টগ্রাম কসমোপলিটনের নবনির্বাচিত ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট (আইপিপি) শহিদুল মোস্তফা চৌধুরী মিজান বলেন, ‘আমাদের প্রাক্তন সভাপতি মাশফিক আহমেদ রুশাদের তত্ত্বাবধানে আমাদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল’র ( জেসিআই) নতুন কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন টিপু সুলতান শিকদার ও জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আবু বক্কর শান শাহেদ।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, নির্বাহী সহ-সভাপতি এস এম ইশতিয়াকুর রহমান, সহ-সভাপতি রাজু আহমেদ ও জালাল হোসেন, কোষাধ্যক্ষ আশরাফ উদ্দিন বান্টি, জেনারেল লিগ্যাল কাউন্সিল জাসির চৌধুরী, এসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট মো. রুবাইয়াত সাফি। এছাড়া সংগঠনের পরিচালকগণ হলেন, আবু তৈয়ব , আয়াজ ইসলাম, মো. ইসমাইল, সুদর্শন দেবাশীষ দাশ (মনটি)ও জাহেদুর রহমান রুবেল।
পূর্বকোণ/পি-আরপি
The Post Viewed By: 87 People