চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সুপারির ভিতর ৩৭শ’ ইয়াবা, নারী গ্রেপ্তার

পটিয়া সংবাদদাতা

৮ ডিসেম্বর, ২০২০ | ১১:০৫ অপরাহ্ণ

পটিয়ায় কাঁচা সুপারি কেটে তার ভিতর থেকে ৩ হাজার ৭০৪ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। পলিথিনে মুড়িয়ে অভিনব পদ্ধতিতে গোপনে পাচারের সময় নারী বিক্রেতাকেও গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকালে পটিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরনা রাস্তার মাথা এলাকার চেকপোস্টে এ অভিযান চালানো হয়। আটককৃত নাছিমা বেগম (৪০) কক্সবাজার জেলার কোটপাড়া এলাকার মনির আহমদের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার তারিক রহমান পূর্বকোণকে জানান,  কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে যাবার সময় একটি যাত্রীবাহী বাসকে মহাসড়কের পটিয়ার খরনা রাস্তার মাথায় চেকপোস্টে থামানো হয়। এরপর তল্লাশি করে একটি পলিব্যাগ শনাক্ত করে পলিব্যাগ খুলে সুপারি দেখতে পান তারা। এরপর ভালো করে তল্লাশি করে সুপারির ভেতর থেকে মিয়ানমারে তৈরি ইয়াবা উদ্ধার করা হয়।

ওই সুপারির পলিব্যাগ থেকে মোট ৩ হাজার ৭০৪  পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।  এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

পূর্বকোণ/এন.এইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট