চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নিলামে ৩ হাজার কেজি চোরাই পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক

৮ ডিসেম্বর, ২০২০ | ২:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট এলাকা থেকে উদ্ধারকৃত ৩ হাজার কেজি চোরাই পেঁয়াজ নিলামে বিক্রি করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) মনসুরাবাদ পুলিশ লাইনস ডিবি অফিসে তিন সদস্য বিশিষ্ট কমিটির উপস্থিতিতে উম্মুক্ত নিলামের আয়োজন করা হয়। নিলামে মেসার্স সাব্বির হোসেন (খাতুনগঞ্জ) কাছে প্রতি কেজি পেঁয়াজ ৩৮ টাকা দরে ৩ হাজার কেজি পেঁয়াজ বিক্রয় করা হয়। যার মূল্য ১ লাখ ১৪ হাজার টাকা।

নগর গোয়েন্দা পুলিশের (বন্দর বিভাগ) অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, আদালতের নির্দেশে নিলামে পেঁয়াজগুলো বিক্রি করা হয়েছে। পেঁয়াজ বিক্রির এ টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।  

এর আগে গত শনিবার (৫ ডিসেম্বর) সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ৩ হাজার কেজি পেঁয়াজসহ চোরাই চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তাররা হলেন-মোহাম্মদ আলী(৩৩), মো. ফারুক (৩০), মো. মনির হোসেন (৪০)।  এ ঘটনায় সদরঘাট থানায় একটি মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট