৮ ডিসেম্বর, ২০২০ | ১:৩২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে রেমিটেন্স যোদ্ধাদের ইমিগ্রেশনে হয়রানি বন্ধের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামানকে চিঠি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।
চিঠিতে বলেন, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে চট্টগ্রামের কয়েক লক্ষ প্রবাসী কর্মসূত্রে অবস্থান করেন এবং নিয়মিত আসা-যাওয়া করেন। বিশ্বব্যাপী করোনা সংক্রমণের কারণে তাদের একটা বড় অংশ দেশে ফিরে আসেন। সাম্প্রতিককালে আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশসমূহে বিমান চলাচল শুরু হওয়ার প্রেক্ষিতে চট্টগ্রামস্থ প্রবাসীরা তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছে। কিন্তু চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের ইমিগ্রেশন প্রক্রিয়ায় নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে ভুক্তভোগীরা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন বলে তিনি চিঠিতে উল্লেখ করেন।
রেমিটেন্স যোদ্ধাদের স্বার্থে এবং মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের যাতায়াত সহজীকরণে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের ইমিগ্রেশনে হয়রানি বন্ধের আহবান জানান তিনি।
পূর্বকোণ/পি-আরপি
The Post Viewed By: 307 People