চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বায়েজিদে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করল চসিক

নিজস্ব প্রতিবেদক

৬ ডিসেম্বর, ২০২০ | ৮:৫২ অপরাহ্ণ

নগরীর বায়েজিদে ড্রেনের ওপর থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার মোহাম্মদনগর হাউজিং সোসাইটির সড়কে  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার এই অভিযান চালান।

উচ্ছেদ অভিযান পরিচালনাকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্য, আনসার ব্যাটালিয়নের ৩০ সদস্য ও কর্পোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তা কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

উল্লেখ্য,  চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের নির্দেশে নগরবাসীর দুর্ভোগ কমাতে সড়ক-ফুটপাত দখলমুক্ত রাখতে প্রচারণা চালানো হয়। ভাসমান হকারদেরও ব্যবসার সময়সীমা বেঁধে দেয়া হয় এবং অবৈধ দখলদারদের সারে যেতে সময় দেয়া হয়। এই আহ্বানে সাড়া না দেয়ায় কর্পোরেশন জনস্বার্থে প্রশাসকের নির্দেশে আজকে এই অবৈধ স্থপনা উচ্ছেদ করেছে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট