চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দৃষ্টি স্কুল অব ডিবেট ২২তম ব্যাচের সমাবর্তন

২৯ এপ্রিল, ২০১৯ | ১:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. শিরিন আক্তার বলেন, প্রত্যক কাজে সফলতা জন্য অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। তিনি বলেন যুক্তিহীন সমাজ আমাদের কখনো সম্মান ও শ্রদ্ধা দিতে পারেনা। কোন কিছুর দর্শন বা যুক্তি না থাকলে তার কখনো স্থায়ী আসেনা। তিনি আরো বলেন প্রতিদিনকে নতুন করে উপভোগ করা উচিৎ, নতুনভাবে জীবনকে দেখা উচিৎ। গঁৎবাঁধা জীবনকে পিছনে ফেলে নবউদ্যমে জীবনের স্বাদ নেয়া উচিৎ। তিনি গত ২৭ এপ্রিল নগরীর একটি রেস্টুরেন্টে দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত দীর্ঘ মেয়াদী বিতর্ক প্রশিক্ষণ দৃষ্টি স্কুল অব ডিবেট এর সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্লেখিত কথা গুলো বলেন।
দৃষ্টি স্কুল অব ডিবেটের ২২তম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি সাইফ চৌধুরী, সাধারণ সম্পাদক সাবের শাহ্, যুগ্ম সম্পাদক সাইফুদ্দীন মুন্ন্া, দৃষ্টির সহ সম্পাদক মুন্না মজুমদার, রিদোয়ান আলম আদনান ও অনির্বাণ বড়–য়া। আলোচনা শেষে গত জানুয়ারি মাসে থেকে শুরু হওয়া চট্টগ্রামে একমাত্র বিতর্ক স্কুল দৃষ্টি স্কুল অব ডিবেট এ অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ এবং কৃতিত্বের সম্মাননাস্বরূপ বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়। এই ৪ মাস ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ১৫টি স্কুলের ৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট