চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চবি ছাত্রলীগের বিক্ষোভ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চবি ছাত্রলীগের বিক্ষোভ

চবি সংবাদদাতা

৫ ডিসেম্বর, ২০২০ | ১০:৫৬ অপরাহ্ণ

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদ ও দুষ্কৃতকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের একাংশ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের এ অনুসারীরা শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলশেষে বক্তারা ভাস্কর্য ভাঙ্গার কঠোর সমালোচনা করে জড়িতদের  দ্রুত শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ছাত্রলীগের সাবেক উপ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান দিনার বলেন, ১৯৬৯ সালের এই দিনেই জাতির জনক এ দেশের নাম পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ করেন। আর এই দিনেই তার ভাস্কর্যে আঘাত করা মানে এই দেশের মানচিত্রে হামলা করা। যদিও দুষ্কৃতকারীরা অন্ধকারে এই হামলা করার সাহস পেয়েছে। তবে আমরা জানি এই দুষ্কৃতকারী কারা। তারা কিছুদিন আগে ধর্মের দোহায় দিয়ে ভাস্কর্য ভাঙ্গার দাবি তুলেছিল। আমরা প্রশাসনের কাছে দ্রুত এসব মৌলবাদী শক্তির বিচার চাই।

 

 

 

 

পূর্বকোণ/রায়হান-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট