চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

হাটহাজারীতে পাহাড় কাটার স্কেভেটর ধ্বংস

হাটহাজারী সংবাদদাতা

৩ ডিসেম্বর, ২০২০ | ৮:৪৩ অপরাহ্ণ

হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে পাহাড় কাটায় ব্যবহৃত একটি স্বয়ংক্রিয় স্কাবেটর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন এ অভিযান চালান। এসময়   স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সেটি ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, মঙ্গলবার দিবাগত রাতে মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ এলাকা থেকে মাটিসহ আটক ট্রাকটির মাটির ধরন দেখে পাহাড় খেকোদের আটক করতে অভিযান চালানো হয়। মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাধের পরে একটা পাহাড়ের খোঁজ পাওয়া যায়। যেখানে পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগ উঠে। তিনি জানান দুস্কৃতিকারীরা রাতে পাহাড় কাটে আর দিনে গাছ দিয়ে সেই কাটা অংশ ঢেকে রাখে। পাহাড় কাটা অবস্থায় ভ্রাম্যমাণ আদালত কে দেখেই স্কাবেটর রেখে দৌড়ে পালিয়ে যায় চালক। তাৎক্ষণিক স্কাবেটরটি জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

পূর্বকোণ / আরআর-শিমুল

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট