চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ট্রেনে পাথর নিক্ষেপ রোধে সকলের সহযোগিতা দরকার: পূর্বাঞ্চল মহা-ব্যবস্থাপক

নিজস্ব প্রতিবেদক

৩ ডিসেম্বর, ২০২০ | ৮:২৪ অপরাহ্ণ

নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ট্রেনে পাথর নিক্ষেপ রোধে সকলকে সহযোগিতা করতে হবে। প্রশাসন ও জনসাধারণের দায়িত্বশীল ভুমিকাই পারে ট্রেনে পাথর নিক্ষেপকারীদের রুখে দিতে। আজ বুধবার (২ ডিসেম্বর) রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক বিভাগের উদ্যোগে অংশীজন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক (অ. দা.) সরদার সাহাদাত আলী।
আয়োজিত সভায় ট্রেন ভ্রমণে যাত্রীদের বিভিন্ন সমস্যা, নিরাপত্তা জোরদারসহ নানা বিষয়ে আলেচনা করা হয়। এসময় উপস্হিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. সুবক্তগীণ, প্রধান যন্ত্র প্রকৌশলী এফ. এম মহিউদ্দিন, প্রধানবৈদ্যুতিক প্রকৌশলী হাবিবুর রহমান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক তারেক মোহাম্মদ সামস তুষার, অতিরিক্ত প্রধান বানিজ্যিক কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ পূর্বাঞ্চলের অন্যান্য বিভাগীয় কর্মকর্তা, নিয়মিত যাত্রী প্রতিনিধি, সুধীজন ও সাংবাদিকরা।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট