চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মাস্ক না পরায়  ৩২ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১ ডিসেম্বর, ২০২০ | ৭:৪৮ অপরাহ্ণ

করোনার প্রকোপ বাড়তে শুরু করায় মাস্ক পরা নিশ্চিতে কঠোর অবস্থানে সরকার। করোনার দ্বিতীয় ধাপের প্রাদুর্ভাব ঠেকাতে মাস্ক পরিধান নিশ্চিতকল্পে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা মোড়, টেরিবাজার, হালিশহর, ডবলমুরিং ও নিউমার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন। এসময় ৩২ জনকে জরিমানা ও মাস্ক বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান  নগরীর আন্দরকিল্লা ও টেরিবাজার এলাকায় অভিযান চালান। এসময় অনেকের মুখে মাস্ক না থাকায় । থাকলেও মুখের থুতনিতে ঝুলিয়ে চলাফেরা করায়  ১৩ জনকে ১২৫০ টাকা জরিমানা প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান নগরীর হালিশহর, ডবলমুরিং এলাকায়  মোবাইল কোর্ট পরিচালনা করেন । এসময় মাস্ক ব্যবহার না করায় ৬ জনকে  ১,৫০০ টাকা অর্থদন্ড দেয়া হয় ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান  মহানগরীর নিউ মার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন । এসময়  ১৩ জনকে ২,২০০ টাকা জরিমানা করেন এবং পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০০ টি মাস্ক বিতরণ করেন ।
জনস্বার্থে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।
পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট