চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া চবি কর্মচারীর জামিন

পূর্বকোণ ডেস্ক

১৩ জুন, ২০১৯ | ৪:১৪ অপরাহ্ণ

ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নিবারণ বড়ুয়াকে জামিন দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) চট্টগ্রামের তৃতীয় সিনিয়র ‍জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে’র আদালত এ আদেশ দেন।

আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদন জমা না দেয়া পর্যন্ত জামিন মঞ্জুর করে আদালত।

বাদিপক্ষের আইনজীবী মোহাম্মদ মহসীন জানান, জামিন আবেদনের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেছে।

তিনি বলেন, আসলে ভুল উপলব্ধি থেকে এ মামলা করা হয়েছে। ফেসবুকে যে কমেন্টেসের (মন্তব্য) কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে তা ধর্মীয় কোনো বিষয়ে নয়। এটি বিশ্ববিদ্যালয়ের আলোচিত একটি বিষয়কে ইঙ্গিত করে করা হয়। ১০ মিনিট পরই সে মন্তব্য মুছেও দেওয়া হয়।

মামলার আসামি নিবারণ বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী। তিনি গত ২২ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের নিচে একটি মন্তব্য করেন।

এরপর ২৯ মে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অভিযোগ এনে মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মশিউর রহমান। ওই মামলায় সোমবার (১০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নিবারণ বড়ুয়াকে।

গ্রেপ্তার হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বিধিমালা অনুসারে বুধবার (1২ জুন) নিবারণ বড়ুয়াকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট