চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কৃত্রিম উপায়ে ফোটানো হলো অজগরের ২৬টি বাচ্চা

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০১৯ | ২:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত ইনকিউবেটরে অজগরের ২৬টি বাচ্চা ফোটানো হয়েছে। চট্টগ্রাম চিড়িয়াখানায় এ প্রযুক্তিতে অজগরের বাচ্চা ফোটানোর ঘটনা প্রথম।

এপ্রিল মাসে চিড়িয়াখানার একটি অজগর ৩৫টি ডিম পাড়ে। প্রথমে ডিমগুলো মায়ের কাছে ছিল। কিন্ত অত্যধিক গরম, ঝড় বৃষ্টিতে ডিমগুলো একে একে নষ্ট হতে দেখে হাতে তৈরি ইনকিউবেটরে তুলে আনেন চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ। এর মধ্যে ৯ টি ডিম নষ্ট হয়ে যায়।

সঠিক তাপমাত্রায় পরিচর্যার পর বুধবার (১২ জুন) অজগরের ডিম ফুটে বাচ্চা বেরোতে থাকে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর পর্যন্ত ডিম থেকে বেরোয় ২৬টি বাচ্চা।

ডা. শুভ পূর্বকোণকে বলেন, ‘সাপ প্রকৃতির সম্পদ। সাপ কমে যাওয়ায় নানা প্রকার পোকা মাকড় বেড়ে যাচ্ছে। অজগরের ডিম থেকে কৃত্রিম উপায়ে আমরাই বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছি।’

বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় বিলুপ্তপ্রায় হলুদ পাহাড়ি কাছিম, সাম্বা হরিণ, দুর্লভ সাদা বাঘ, জেব্রা, সিংহ, ভালুক, বানর, কুমিরসহ অর্ধশতাধিক প্রজাতির পশুপাখি রয়েছে।

তিনি বলেন, সাপের বাচ্চাগুলো প্রাকৃতিক বন বা অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য সাপের গুরুত্ব অপরিসীম।

 

 

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট