চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘আন্দোলন-সংগ্রামে অতুলনীয় অবদান রেখেছেন এমএ হান্নান’

১৩ জুন, ২০১৯ | ১:৫১ পূর্বাহ্ণ

মরহুম জননেতা এমএ হান্নানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নেয় উত্তর জেলা ও দক্ষিণ জেলা আ. লীগ.। কর্মসূচির মধ্যে রয়েছে, করবস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া ও আলোচনা সভা। এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর বিশ্বস্ত কর্মী মরহুম এম এ হান্নান আন্দোলন-সংগ্রামে অতুলনীয় অবদান রেখেছেন। বঙ্গবন্ধুর ৬ দফার সঠিক ব্যাখা দিয়ে তিনি সমগ্র চট্টগ্রামে ৬ দফার সমর্থন আদায় করতে সক্ষম হন। উত্তর জেলা আওয়ামী লীগ: জাতির জনক বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার প্রথম ঘোষক ও জেলা আ. লীগের তৎকালীন সা. সম্পাদক মরহুম জননেতা এমএ হান্নানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উত্তর জেলা আ. লীগের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মঈনুদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উত্তর জেলা আ. লীগের সা. সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম। মো. জসিম উদ্দিন শাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম সা. সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম পেয়ারুল ইসলাম, আলাউদ্দিন সাবেরী, মহিউদ্দিন রাশেদ, জাফর আহমেদ, শওকত আলম, মো. সেলিম উদ্দিন, বখতেয়ার সাঈদ ইরান, তানভির হোসেন তপু, হাসান শহীদ মিলন, অধ্যাপক খুরশিদ আলম, জামাল পাশা শওকত প্রমুখ।

এসময় এমএ সালাম বলেন, ইতিহাসের চরম সত্যকে যারা অস্বীকার করে তারা আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়। পৃথিবীর ইতিহাসে দেখা যায়, সত্যকে অস্বীকার করে মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যায়না, বরং তারাই একদিন ইতিহাসের খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়াও কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের চৈতন্য গলির বাইশ মহল্লাস্থ করবস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ফাতেহা পাঠ ও জেয়ারত করা হয়।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ: দক্ষিণ জেলা আ. লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, ২৬ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে সর্বপ্রথম চট্টগ্রাম বেতার কেন্দ্র হতে স্বাধীনতা ঘোষণা করেন এম এ হান্নান। জিয়া-এরশাদ এদেশের শাসন, শোষণ ও ইতিহাস বিকৃতি করে স্বাধীনতার সঠিক ইতিহাসকে পদদলিত করেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানে বাঙালি জনগণ সংগ্রাম করেছে। বৃহত্তর চট্টগ্রাম জুড়ে এই আন্দোলন সংগ্রামকে পরিচালিত করতে বঙ্গবন্ধুর বিশ্বস্ত কর্মী মরহুম এম এ হান্নান অতুলনীয় অবদান রেখে গেছেন। বঙ্গবন্ধুর ৬ দফার সঠিক ব্যাখা দিয়ে তিনি সমগ্র চট্টগ্রামে ৬ দফার সমর্থন আদায় করতে সক্ষম হন। তিনি গতকাল ১২ জুন আন্দরকিল্লাস্থ কার্যালয়ে জেলা আ. লীগের সাবেক সা. সম্পাদক এম এ হান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্য রাখছিলেন। দক্ষিণ জেলা আ. লীগের শ্রম সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আ. লীগের সা. সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, আবু জাফর, মোস্তাক আহমদ আঙ্গুর, চট্টগ্রাম চেম্বার সদস্য সৈয়দ জামাল আহমদ, শৈবাল বড়–য়া, আবদুল মোনাফ মহিন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট