২৬ নভেম্বর, ২০২০ | ৮:২৭ অপরাহ্ণ
রাঙামাটি সংবাদদাতা
রাঙামাটিতে তেলবাহী ট্রাকে অবৈধ কাঠ অভিনব কায়দায় পাচারকালে আটক করেছে যৌথবাহিনী। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা সদরের মানিকছড়ি চেকপোস্টে চালক ও ট্রাকসহ প্রায় সাড়ে ৩শ’ টুকরো চিরাই কাঠ আটক করা হয়। আটককৃত চালকের নাম মো. শুক্কুর।
জানা যায়, তেলের ভাউচার দেখিয়ে ট্রাকের ভেতরে বোঝাই করে অবৈধ চিরাই করা সেগুন কাঠ রাঙামাটি থেকে পাচার করা হচ্ছিল। এতে সন্দেহ হলে চেকপোস্টে তল্লাশি চালায় যৌথবাহিনী। এ সময় ট্রাকের ভেতর থেকে ৩৩৮ টুকরা চিরাই করা সেগুন কাঠ উদ্ধার করা হয়। ২৩৪ ঘনফুট পরিমাণের এসব কাঠের বাজারমূল্য সাড়ে ৫ লাখ টাকা।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা রফিকুজম্মান বলেন, দীর্ঘদিন ধরে তেলের ভাউচারের আড়ালে অভিনব কায়দায় কাঠ পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার যৌথবাহিনী এসব কাঠ আটক করে।
পূর্বকোণ/সাখাওয়াত-আরপি
The Post Viewed By: 129 People