চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চকবাজারে দুই কোচিং সেন্টারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২০ | ১:৫৫ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে নগরীর চকবাজার এলাকার কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

অভিযানে চকবাজার গুলজার মোড়ে বিসিএস হেল্প লাইনকে ৫ হাজার টাকা ও ওরাকল কোচিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ‘‘চট্টগ্রামে হঠাৎ করে করোনার সংক্রমণ বাড়ছে। করোনার সংক্রমণ ঠেকাতে চকবাজার কোচিং সেন্টারগুলোতে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুটি কোচিং সেন্টার খোলা পাওয়া গেছে। যারা ছাত্র জড়ো করে বিপদজ্জনক পরিস্থিতি তৈরি করছে।  এ কারণে বিসিএস হেল্প লাইনকে ৫ হাজার টাকা ও ওরাকল কোচিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট