চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাউজানে মুনির উল্লাহ’র বাড়িতে পুলিশ কর্মকর্তারা

নিজস্ব সংবাদদাতা , রাউজান

১৩ জুন, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

রাউজানের কথিত পীর মুনির উল্লাহ বাড়ি কাগতিয়া-মাইজপাড়া পরিদর্শন করেছে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে ওই এলাকায় গিয়ে মুনির উল্লাহ’র নির্মাণাধীন বিলাসবহুল বাড়ি, তার বাবা-মায়ের মাজার স্বচক্ষে দেখেন পুলিশ কর্মকর্তারা। পরিদর্শনকারী দলের মধ্যে ছিল এডিশনাল এসপি চট্টগ্রাম (উত্তর) মশিউদৌলা রেজা, এডিশনাল (ডিএসবি) এসপি সোহেল, রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল এসপি আবদুল কালাম, নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মিয়া, পূর্ব গুজরা পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ, থানার এস আই সাইমুল ইসলাম। এলাকার বাসিন্দা ও চলমান আন্দোলনের কাগতিয়া এলাকার মুখপত্র আবদুল্লাহ আল মাসুদ এবং আনোয়ার হোসেন বলেন, ‘পুলিশের কর্মকর্তারা কাগতিয়ার কথিত পীরের বাড়ি ঘুরে দেখেন ও এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।’

কাগতিয়া গ্রাম পরিদর্শনের কথা স্বীকার করে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মিয়া বলেন, ‘আমরা বাইরে ছিলাম, উর্ধতন কর্মকর্তার কাগতিয়ার পীরের বাড়িসহ বিভিন্নস্থান ঘুরে দেখেন।’ একটি সূত্রে জানা গেছে মুনিরীয়া যুব তবলীগ কমিটির অনুসারীদের হাতে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্নজনের উপর হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের চলমান আন্দোলনের প্রেক্ষিতে সৃষ্ট জটিলতার অংশ হিসেবে পুলিশ কর্মকর্তারা কাগতিয়ায় যান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট