চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাত্র ৫ শতাংশ সারচার্জে পরিশোধ করা যাবে বকেয়া বিদ্যুৎ বিল

মাত্র ৫ শতাংশ সারচার্জে পরিশোধ করা যাবে বকেয়া বিদ্যুৎ বিল

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২০ | ৬:৫৯ অপরাহ্ণ

২০১১ সালের ডিসেম্বর মাসের আগের সমস্ত বকেয়া বিদ্যুৎ বিলের ক্ষেত্রে মাত্র ৫ শতাংশ সারচার্জ যোগ করে পরিশোধ করা যাবে বকেয়া বিদ্যুৎ বিল।

বিউবো’র বিতরণ অঞ্চল, চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মো. শামছুল আলম বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এ ট্যারিফ অনুযায়ী গ্রাহককে মূল বকেয়া বিদ্যুৎ বিলের সঙ্গে মাত্র ৫ শতাংশ বিলম্ব সারচার্জ ফি প্রদান করতে হবে।

আজ সোমবার (২৩ নভেম্বর) নগরীর আগ্রাবাদের বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, সংশ্লিষ্ট সময়ের বিদ্যুৎ বিল বকেয়ার জন্য নির্দিষ্ট ৫ শতাংশ বিলম্ব সারচার্জ ফি ছাড়া গ্রাহককে বাড়তি কোনো ফি বা জরিমানা প্রদান করতে হবে না। বিউবো’র গ্রাহকের পাশাপাশি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিকট হস্তান্তরিত গ্রাহকের ক্ষেত্রেও একইভাবে বকেয়া পরিশোধের সুযোগ রয়েছে।

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট