চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কাট্টলীতে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ আরেক ছেলের মৃত্যু

কাট্টলীতে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ আরেক ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২০ | ৫:১৯ অপরাহ্ণ

নগরীর কাট্টলীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধের ঘটনায় এবার পরিবারের ছোট ছেলেও মারা গেছেন। নিহতের নাম হাফেজ সাইফুল ইসলাম (১৯)। আজ শনিবার (২১ নভেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৮ নভেম্বর চট্টগ্রামে বসবাসরত উত্তর কাট্টলীতে একই পরিবারের সাতজনসহ ৯ জন দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিরা হলেন- বিবি সুলতানা (৩৬), মাহের, রিয়াজ (২২), জাহান (২১), সুমাইয়া (১৮) ও শিশু মানহা (২)। এদের মধ্যে গত ৯ নভেম্বর চমেক হাসপাতালে সাইফুলের মা পেয়ারা বেগমের (৬০) মৃত্যু হয়। এর দুদিন পর ১১ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সাইফুলের ভাই মিজানুর রহমানের (৪২) মারা যান।

দগ্ধ পরিবারের সদস্য নাছির উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। পরে তা গ্যাস লাইনে সম্প্রসারিত হয়। তার চাচাতো ভাই শিপিং কর্পোরেশনে চাকরিজীবী মিজানুর রহমান নগরীর কাট্টলীপাড়ায় মরিয়ম ভবনে ভাড়া থাকতেন। অগ্নিকাণ্ডের পরদিন তার মা ও দুদিন পর তিনি মারা যান। সর্বশেষ ১৩ দিন পর পরিবারের ছোট ছেলে সাইফুল ইসলামও মারা গেছেন।

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট