চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাস্ক না পরায় ৬৫ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২০ | ৫:১৭ অপরাহ্ণ

মাস্ক না পরায় নগরীর ইপিজেড, মুরাদপুর, বদ্দারহাট ও বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে ৬৫ জনকে জরিামান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক, এস এম আলমগীর হোসেন ও আলী হোসেন এ অভিযান পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক মুরাদপুর ও বদ্দারহাট এলাকা ও আলী হাসান বায়েজিদ এলাকায় গিয়ে মুখে মাস্ক পরিধান করতে না দেখে ৪০ জন ব্যাক্তিকে ৩ হাজার ৩’শ টাকা জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর হোসেন ইপিজেড এলাকায় মুখে মাস্ক না পরায় ১৮ জন ব্যক্তিকে ২ হাজার ৬’শ টাকা জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট আলী হোসেন বায়েজিদ এলাকায় মুখে মাস্ক না পরায় ৭ জনকে ৮’শ টাকা জরিমানা করেন।

এছাড়া পাশাপাশি  মাস্কহীনদের মাঝে মাস্ক বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, ‘‘করোনার সম্ভাব্য সেকেন্ড ওয়েভকে সামনে রেখে মানুষকে সচেতন করার লক্ষে প্রতিদিন ৮ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে  নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিপনি বিতান, শপিংমল, বাস স্ট্যন্ডে অভিযান পরিচালনা করছি। আশার কথা হলো গত কয়েকদিনের অভিযানে একটা ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ মাস্ক পরে বাইরে আসছে।’’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট