চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

খুনের মামলায় খাগড়াছড়িতে একজনের  যাবজ্জীবন

রাউজানে মদের কারখানায় অভিযান, কারিগরকে কারাদণ্ড

রাউজান সংবাদদাতা

১৮ নভেম্বর, ২০২০ | ১১:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে ভাড়া বাসায় মদ তৈরির কারখানায় মদ তৈরির উপকরণসহ এক পাহাড়ি নারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত পাহাড়ি নারীর নাম নি মে উ মার্মা (৪০)। আজ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউএনও জোনায়েদ কবির সোহাগের ভ্রাম্যমাণ আদালত তাকে এই কারাদণ্ড দেয়।

জোনায়েদ কবির সোহাগ বলেন, বুধবার আটকের পর সন্ধ্যা সাড়ে ৭টায় ওই নারীকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বসতঘরে মজুদ রাখা গ্যালনভর্তি ৬ লিটার চোলাই মদ ও ৪ বালতি মদ তৈরির উপকরণ জব্দ করে পরে তা ধ্বংস করা হয়।

আটককৃত নি মে উ মার্মা মাদক তৈরির কথা স্বীকার করে বলেন, তার ছেলেমেয়ের পড়ালেখার জন্য গত ৪ বছর ধরে রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে রাউজান হাইওয়ে থানা সংলগ্ন স্বপন পালিতের বাড়িতে ভাড়া বাসায় উঠেন। সেখানে তিনি মাদক তৈরি করতেন।

 

 

 

 

পূর্বকোণ/জাহেদ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট