চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লোহাগাড়ায় মাস্ক না পরায় ২২ জনকে জরিমানা

লোহাগাড়া  সংবাদদাতা 

১৭ নভেম্বর, ২০২০ | ৮:৩৫ অপরাহ্ণ

করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামের লোহাগাড়ায় মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ২২জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার(১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ৪ টা পর্যন্ত  লোহাগাড়া সদর ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও সংযুক্ত সড়কে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবীব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী। এই সময় মাস্ক না পরায় ২২ জনকে মোট ১ হাজার ৭`শ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবীব জিতু জানান, সবার বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান পরিচালিত হয়েছে। যাদের মাস্ক ছিল না তাদের সবাইকে সচেতন করা হয়েছে। এ সময় শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

পূর্বকোণ / আরআর-মনির

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট