চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

অনুমোদনহীন মাদক নিরাময় কেন্দ্র সিলগালা

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২০ | ৫:০০ অপরাহ্ণ

চট্টগ্রামে অনুমোদনহীন ‘মন নিরাময় কেন্দ্র’ নামের একটি মাদক নিরাময় কেন্দ্র সিলগালা করে দেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার নিরাময় কেন্দ্রটি বন্ধ করে দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক রাশেদুজ্জামান বলেন, অনুমোদন না নিয়ে মানসিক রোগীদের চিকিৎসা দিচ্ছিল মন নিরাময় কেন্দ্র। এজন্য হাসপাতালটি বন্ধ করে দেয়া হয়েছে। অভিযানের খবর পেয়ে ওই হাসপাতালের মালিক ইমরান সটকে পড়েন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মন নিরাময় কেন্দ্রে ১২ জন রোগী ছিলেন। এর মধ্যে তিন জনকে অভিভাবকরা নিয়ে গেছেন। বাকি নয় জনকে নগরের নাসিরাবাদ এলাকায় সরকারি নিরাময় কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে বলে জানান উপপরিচালক রাশেদুজ্জামান।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট