চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পৌরকর প্রদানে বিশেষ ছাড় চান নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২০ | ৬:১৪ অপরাহ্ণ

করোনা পরিস্থিতির কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ধার্যকৃত বকেয়া ও পুনর্মূল্যায়িত পৌরকর প্রদানে বিশেষ ছাড় চেয়েছেন নগরবাসী।

রবিবার নগরীর টাইগারপাস বাটালি হিলে কর্পোরেশনের সম্মেলন কক্ষে রাজস্ব বিভাগের ১ নম্বর সার্কেলের জালালাবাদ ওয়ার্ডের কুলগাঁও মহল্লা ও শুলকবহর ওয়ার্ডের নাসিরাবাদ মহল্লার কর পুনর্মূল্যায়নে আপিল শুনানিকালে হোল্ডিং মালিকগণ রিভিউ বোর্ডের সদস্যদের কাছে এই আবেদন জানান।

শুনানিকালে রিভিউ বোর্ডের সদস্য রাজনীতিক সুনীল কুমার সরকার, চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী শহীদুল আলম উপস্থিত ছিলেন। এতে প্রায় শতাধিক হোল্ডিং মালিক অংশ নেন। হোল্ডিং মালিকদের মধ্যে অনেকেই করোনা পরিস্থিতিতে তাদের আয় উপার্জন কমে যাওয়া, আবাসিক ভবনে ভাড়ায় দেয়া ঘর খালি থাকা, ব্যক্তিগত ও গৃহ নির্মাণ ঋণ থাকাকে কারণ হিসেবে উল্লেখ করে কর প্রধানের ক্ষেত্রে বিশেষ ছাড়ের অনুরোধ করেন।

প্রধান রাজস্ব কর্মকর্তা বলেন, কর্পোরেশন কোনরূপ পৌরকর বৃদ্ধি করেনি। নাগরিক সেবা প্রাপ্তিতে কর্পোরেশনের সহায়ক শক্তি হলো নগরবাসীর দেয়া কর।

 

 

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট