চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত হলেন চবি উপাচার্য ড. শিরীণ

বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত হলেন চবি উপাচার্য ড. শিরীণ

চবি সংবাদদাতা

১৫ নভেম্বর, ২০২০ | ৬:৫১ অপরাহ্ণ

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বেগম রোকেয়া পদক ২০২০ এর জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। আজ রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান পূর্বকোণকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কিছুক্ষণ আগে মন্ত্রণালয় থেকে আমরা নিশ্চিত হয়েছি। নারীর আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য অধ্যাপক শিরীণ আখতারকে এ পুরস্কার দেয়া হয়।

প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে অবিভক্ত বাংলায় নারীর মুক্তি আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়ার নামে সরকার এই পুরস্কার প্রদান শুরু করে।

 

 

পূর্বকোণ/রায়হান-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট