চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বান্দরবানে পর্যটন কেন্দ্র নির্মাণে জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন 

বান্দরবান প্রতিনিধি

১৫ নভেম্বর, ২০২০ | ১:১৯ অপরাহ্ণ

বান্দরবানের চিম্বুক পাহাড়ের কাপ্রু পাড়া এলাকায় পর্যটন কেন্দ্র নির্মাণে ভূমি দখলের অভিযোগ এনে শহরের মুক্তমঞ্চের সামনে মানববন্ধন করেছে পাহাড়ি ছাত্র সংগঠনগুলো।

আজ রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় ম্রো স্টুডেন্ট কাউন্সিল, মারমা স্টুডেন্ট, ত্রিপুরা স্টুডেন্ট, তঞ্চঙ্গ্যা স্টুডেন্টসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উচিং মং মারমা, অলকা তঞ্চঙ্গ্যা, জয়বাবু তঞ্চঙ্গ্যা, উহ্লা মারমা, পুলু চিং মারমা প্রমুখ। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে চিম্বুক পাহাড়ে পাহাড়ি সম্প্রদায়ের জায়গা জমি দখল প্রক্রিয়া বন্ধের দাবি জানান। না হলে আরো কঠোর আন্দোলন দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বান্দরবানের চিম্বুক পাহাড়ের নীলগিরি পর্যটন কেন্দ্রের কাছে কাপ্রু পাড়া এলাকায় সিকদার গ্রুপ পর্যটন কেন্দ্র তৈরীর জন্য সেখানে ম্রো সম্প্রদায়ের প্রায় পঞ্চাশ একরেরও বেশি জায়গা দখল করেছে বলে অভিযোগ করেছেন পাহাড়ি সংগঠনগুলো।

 

পূর্বকোণ/মিনার-এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট