১৪ নভেম্বর, ২০২০ | ৮:২৭ অপরাহ্ণ
চকরিয়া-পেকুয়া প্রতিনিধি
কক্সবাজার চকরিয়ায় মাতামুহুরি নদী থেকে বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার মাতামুহুরী তীর সংলগ্ন এলাকায় ইউএনও সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় নাম্বারবিহীন ৫টি বালি ভর্তি ডাম্পার (মিনিট্রাক) জব্দ করা হয়।
সৈয়দ শামসুল তাবরীজ বলেন, মাতামুহুরী নদীর দিগরপানখালী পয়েন্ট থেকে দীর্ঘদিন থেকে বালি উত্তোলন করে আসছে এক শ্রেণির অবৈধ বালি ব্যবসায়ীর দল। এ সংবাদ পেয়ে শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পাঁচটি নাম্বারবিহীন ডাম্পার (মিনিট্রাক) জব্দ করা হয়। আইনগতভাবে পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।
তিনি আরো বলেন, মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে তীরে ভাঙন দেখা দিয়েছে। এতে করে নদী তীরবর্তী বসতবাড়ি থেকে শুরু করে নানা স্থাপনা বর্ষা মৌসুম আসলে নদীতে তলিয়ে যায়। তাই যেকোনো উপায়ে এসব অবৈধ বালি উত্তোলন বন্ধ করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।
পূর্বকোণ/আরপি
The Post Viewed By: 153 People