১০ নভেম্বর, ২০২০ | ৩:৪২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকা থেকে নিখোঁজ নাজমুল (২১) নামে এক লেগুনাচালকের জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে হাটহাজারী থানাধীন অনন্যা আবাসিকের পেছেন লালাচন্দ্রবিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাব্বারুল ইসলাম পূর্বকোণকে বলেন, নগরীর সাগরিকা থেকে নিখোঁজ হওয়া লেগুন চালকের লাশটি উদ্ধার করা হয়েছে। নাজমুলের পিতা লাশটি শনাক্ত করেছেন।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন পূর্বকোণকে বলেন, ‘নাজমুলের কাছ থেকে ছিনতাই হওয়া লেগুনাটি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মো. রাজু (২০) নামে এক যুবককে আটকও করেছে র্যাব। আটক রাাজু সীতাকুণ্ড থানার দক্ষিণ রহমত নগরের মো. আনোয়ার হোসেনের ছেলে। তার দেওয়া তথ্যে নাজমুলের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
নিহত লেগুনা চালক নাজমুল গোপালগঞ্জ জেলার ব্রাহ্মণডাঙ্গা এলাকার মজনু শেখের ছেলে বলে জানা গেছে। নাজমুল শনিবার (৭ নভেম্বর) পাহাড়তলী থানার সাগরিকা এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন।
পূর্বকোণ/পিআর
The Post Viewed By: 180 People