চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অস্ত্রসহ আটক চিংসাজাই মারমা

কাপ্তাইয়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ প্রধান শিক্ষক আটক

কাপ্তাই সংবাদদাতা

১০ নভেম্বর, ২০২০ | ১:১০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে যৌথবাহিনীর অভিযানে দেশীয় তৈরি এলজি ও একটি কর্তুজসহ রাইখালী মৈদং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিংসাজাই মারমাকে (৫০) আটক করা হয়েছে।

রাইখালীর জগনাছড়ি এলাকার নিজ বাড়িতে সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে সেনাবাহিনী এবং চন্দ্রঘোনা থানা পুলিশের যৌথ অভিযানে আটক হন তিনি।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শফিউল আলম জানান, চন্দ্রঘোনা থানার এস.আই জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় পুলিশ ফোর্সসহ চিংসাজাই মারমাকে তার জগনাছড়ি বাড়ি থেকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করেন এবং মঙ্গলবার তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট