চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উচ্ছেদ অভিযান : বায়েজিদে সড়ক দখলমুক্ত করল চসিক

নিজস্ব প্রতিবেদক

৯ নভেম্বর, ২০২০ | ৮:৩১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন জালালাবাদ ওয়ার্ডের কুলগাঁও আবদুর সোবহান সোসাইটি সড়কের অবৈধ দখলদার উচ্ছেদ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকালে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালিয়ে সড়কটি অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

অভিযানেকালে কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারি, র‌্যাব-৭, বায়েজিদ থানা পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ৩০ আনসার ব্যাটালিয়ানের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, সড়কের অংশ দখল করে ব্যবসা বাণিজ্য পরিচালনা না করার জন্য চসিকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রচার করা হলেও কিছু লোক সেটা মানছে না। তাই তাদের বিরুদ্ধে আমাদেরকে নিয়মিত অভিযান পরিচালনা করতে হচ্ছে নগরবাসী স্বার্থে। আগামীতে এ অভিযান চলমান থাকবে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট