চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিনাঅনুমতিতে সড়ক কাটায় ওয়াসার মালামাল জব্দ করল চসিক

নিজস্ব প্রতিবেদক

৯ নভেম্বর, ২০২০ | ৮:০৯ অপরাহ্ণ

নগরীর পতেঙ্গায় কোস্ট গার্ডের অফিস সম্মুখে বিমান বন্দর সড়কে অনুমতি ছাড়া রাস্তা কাটায় চট্টগ্রাম ওয়াসার মালামাল জব্দসহ কাজ বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। আজ সোমবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লে.কর্ণেল সোহেল আহমেদ সড়ক কাটার খবর জানতে পেরে ওই এলাকায়  টিম নিয়ে ঝটিকা পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে তিনি ঘটনার সত্যতা পান। এসময় কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া ও সহকারী প্রকৌশলী আশিকুল ইসলাম প্রধান প্রকৌশলীর সাথে ছিলেন।

সে সময় অনুমতি ছাড়া ওয়াসা বিমান বন্দর সড়ক কাটায় তাদের বোরহোল ড্রিলিং মেশিন, একটি পিকআপ ভ্যাট ও অন্যান্য যন্ত্রপাতি জব্দ করে সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ। তখন ঢাকায় অবস্থানরত সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন প্রধান প্রকৌশলীকে মৌখিক নির্দেশ দিয়ে পূর্বানুমতি ও রোডম্যাপ ছাড়া নগরীর আর কোন সড়ক চট্টগ্রাম ওয়াসা যাতে কাটতে না পারে সে ব্যাপারে তাদের জানিয়ে দিতে বলেন, প্রয়োজনে তিনি ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকে ফোনে এব্যাপারে জানাবে বলে উল্লেখ করেন। তিনি বলেন আমরা রাস্তা মেরামত করবো ওয়াসা তাদের ইচ্ছামাফিক কাটবে এটা মানা যায় না, হতে পারেনা।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট