৯ নভেম্বর, ২০২০ | ১:১৮ অপরাহ্ণ
ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ফটিকছড়ির দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের চৌমুহনী বাজারের পশ্চিম পার্শ্বে সড়কের পাশ থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে। লাশের নাম, পরিচয় জানা যায় নি।
এর আগে আজ ভোরে পথচারীরা লাশটি পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার বলেন, লোকটির গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। তবে লোকটির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। কেউ মেরে লাশটিকে ঝুলিয়ে রেখেছে বলে পুলিশ ধারণা করছে। ময়নাতদন্তের জন্য লাশটিকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
পূর্বকোণ/-এএ
The Post Viewed By: 309 People