চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাটার অয়েলের উপাদান পামওয়েল-রঙ আর সুগন্ধী!

হাটহাজারী সংবাদদাতা

৮ নভেম্বর, ২০২০ | ৫:৩০ অপরাহ্ণ

হাটহাজারীতে বৈধ লাইসেন্সে অবৈধ কাজ চালিয়ে যাচ্ছিলেন ‘মা এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠান। ডালডা, পামওয়েল, মানবদেহের ক্ষতিকারক রং, ফ্লেভার এবং কেমিকেল দিয়ে বানানো হচ্ছে বাটার অয়েল।

ভেজিটেবেল ঘি বানানোর লাইসেন্স দিয়ে বানানো হচ্ছে বাটার অয়েল। যার নাম দিয়েছেন “রংধনু” বাটার অয়েল।

আজ রবিবার (৮ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের অভিযানে তা বেরিয়ে আসে। এ সময় প্রায় ৩০০ লিটার ভেজাল বাটার অয়েল জব্দ করে ধ্বংস করা হয়।

ইউএনও রুহুল আমিন জানান, লাইসেন্সের আড়ালে সে বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল বাটার অয়েল বানাচ্ছে যেটা আসলে রঙ কেমিকেল আর ডালডার মিশ্রণ। এসব ভেজাল ঘি, বাটার অয়েল মানবদেহের জন্য ক্ষতিকর। খবর পেয়ে আমরা গিয়ে এসময় ওই প্রতিষ্ঠানে কাউকে না পাওয়ায় কারখানার তালা ভেঙে আমরা প্রবেশ করি।

এছাড়া তিনি সবাইকে এসব পণ্য কেনা থেকে বিরত থাকার আহবান জানান।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট