৫ নভেম্বর, ২০২০ | ১০:২১ অপরাহ্ণ
রাউজান সংবাদদাতা
চট্টগ্রামের রাউজানে বাংলাদেশের প্রথম সারির বাণিজ্যিক ব্যাংক ঢাকা ব্যাংক লিমিটেডের রাউজান উপ-শাখার’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের জলিলনগর এজাহার মাস্টার মার্কেটের দ্বিতীয় তলায় এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও জোনায়েদ কবীর সোহাগ। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, ঢাকা ব্যাংক’র চট্টগ্রাম অঞ্চলের ইভিপি ও খাতুনগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজার নুরুল এরশাদ চৌধুরী, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম শাহ আলম।
ঢাকা ব্যাংকের গহিরা শাখার ম্যানেজার নুর কাশেমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রাউজান উপ-শাখার শাখা ইনচার্জ ফারুক টিটু। এছাড়া দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের এমডি ও সিইও এমরানুল হক, ডিএমডি একেএম শাহ নেওয়াজ, ডিএমডি আবু জাফর, নিঊ মার্কেট শাখার ম্যানেজার জসিম উদ্দিন।
এতে অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী শাহাজান, মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, তসলিম উদ্দিন, গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, জিল্লুর রহমান মাসুদ, আবু ছালেক, শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, নাছির উদ্দিন।
অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ এবং ঢাকা অফিস থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ফিতা কেটে এই উপ-শাখার উদ্বোধন করেন।
পূর্বকোণ/জাহেদ-আরপি
The Post Viewed By: 150 People