চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বান্দরবানে অগ্নিকাণ্ডে দুর্গম বড় মদক বাজারের ২০ দোকান পুড়ে ছাই

বান্দরবান সংবাদদাতা

৫ নভেম্বর, ২০২০ | ১১:২৬ পূর্বাহ্ণ

ভয়াবহ অগ্নিকাণ্ডে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম বড় মদক বাজার পুড়ে গেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ছয়টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বাজারের ২০ টিরও বেশি দোকান ঘর ভস্মীভূত হয়েছে।

আগুন নেভাতে গিয়ে ভেঙে ফেলা হয়েছে আরো ২২ টি দোকান ঘর। স্থানীয় রেমাক্রী ইউনিয়নের চেয়ারম্যান মুইসা থুই মারমা জানান এলাকাটি দুর্গম হওয়ায় এবং যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। এই বাজারে একমাত্র যাতায়াত ব্যবস্থা সাঙ্গু নদী পথ। থানচি উপজেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই বড় মদক বাজার টি।

স্থানীয়রা জানান, ভোরে বাজারের এক পাশে আগুনের সূত্রপাত হয়। গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে বাজারের ২০ টিরও বেশি দোকান ঘর পুড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ও বিজিবি সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট