চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ভাড়ায় নিয়ে গাড়ি হাওয়া, গ্রেপ্তার দুই

ভাড়ায় নিয়ে গাড়ি হাওয়া, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক

৪ নভেম্বর, ২০২০ | ১০:২৬ অপরাহ্ণ

প্রাইভেট কার চুরির মামলায় সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহীন (৩৫) ও তার আব্দুল মালেককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কোতোয়ালী থানাধীন এসএ প্রাইম হাইটসের পার্কিং থেকে উদ্ধার করা হয়েছে চুরি করা প্রাইভেট কারটি। আজ বুধবার (৪ নভেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মোহাম্মদ শাহীন সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার নুর মোহাম্মদের ছেলে ও কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার এলাকার আব্দুল বারেকের ছেলে। এদের মধ্যে আব্দুল মালেক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সিআইডি’র পরিদর্শক মুহাম্মদ শরীফ পূর্বকোণকে বলেন, ২০১৭ সালের একটি প্রাইভেট কার ভাড়ায় নিয়ে আর ফেরত না দেয়ায় মোহাম্মদ শাহীন ও আব্দুল মালেক নামে দুইজনকে আসামি করে মামলা দেয়া হয়। পরে চুরির ঘটনায় গ্রেপ্তার করা হয় তাদের। আদালতে হাজির করা হলে আব্দুল মালেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত তাদের দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে কোতোয়ালী থানাধীন এসএ প্রাইম হাইটসের পার্কিং থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

মোহাম্মদ শাহিন ভাটিয়ারি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে নিশ্চিত করেছেন উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু।

 

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট