৪ নভেম্বর, ২০২০ | ৮:১৬ অপরাহ্ণ
সাতকানিয়া সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক হাইড্রোলিক হর্ন জব্দ করেছে ট্রাফিক পুলিশ। আজ বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে মহাসড়কে চলমান বিভিন্ন যানবাহন ও পরিবহন থেকে এসব হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়। কেরানীহাটে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট রবিউল হাসানের নেতৃত্বে এ অভিযানে সাতকানিয়া থানার পুলিশ কর্মকর্তা ও অন্য ট্রাফিক সদস্যরা উপস্থিত ছিলেন।
সার্জেন্ট রবিউল হাসান বলেন, বুধবার শব্দ দূষণ প্রতিরোধের অংশ হিসেবে অতি উচ্চ মাত্রার হাইড্রোলিক হর্ন বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৫০টির বেশি গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়। হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে আমরা আগে থেকেই নিয়মিত অভিযান চালাচ্ছি ও এমন অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে সরকারের নির্দেশনা বাস্তবায়নে উচ্চ মাত্রার শব্দদূষণ রোধে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পূর্বকোণ/সুকান্ত-আরপি
The Post Viewed By: 201 People