২ নভেম্বর, ২০২০ | ১১:১৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
নগরীর কোতোয়ালীর বিআরটিসি আর্টমার্চিং মোড় হতে ফরহাদ হোসেন রনি (২৫) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় তাকে আটক করা হয় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মহসীন।
তিনি পূর্বকোণকে বলেন, কালু খাঁ নামে এক আরব আমিরাত প্রবাসী রিয়াজউদ্দিন বাজারে কেনাকাটা শেষে বুঝতে পারেন যে তার প্যান্টের পকেটে থাকা পাসপোর্টটি হারিয়ে গেছে। পরবর্তীতে পাসপোর্ট খুঁজে পেতে বাজার এলাকায় মাইকিং করেন তিনি। একপর্যায়ে প্রতারক ফরহাদ হোসেন রনি প্রবাসী কালু খাঁ’কে ফোন দিয়ে জানান তার কাছে পাসপোর্টটি আছে। যা নিতে ৫ হাজার টাকা চায় প্রতারক ফরহাদ। কিন্তু প্রবাসী কালু খাঁ ৫ হাজার টাকা দিলেও পাসপোর্ট না দিয়ে আরও ৫ হাজার টাকা চায় ফরহাদ। যা আমাদেরকে জানালে আমরা প্রতারক ফরহাদকে আটক করি।
তিনি আরও বলেন, প্রতারক ফরহাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
পূর্বকোণ/পি-আরপি
The Post Viewed By: 174 Peopleশুক্রবার, ০৫ মার্চ, ২০২১
যোহর শুরু | ১১ঃ৫২ |
আসর শুরু | ০৩ঃ৩৯ |
মাগরিব শুরু | ০৫ঃ২১ |
এশা শুরু | ০৬ঃ৩৬ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫ঃ০৮ |
সুর্যোদয় | ০৬ঃ২৯ |
বিকাল ৪.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬টা, সন্ধ্যা ৬.৩০টা, ৭টা, রাত ৮.৩০টা ও রাত ১২টা, পিএল ক্লাসিক ম্যাচ, স্টার স্পোর্টস সিলেক্ট ১
বেলা ১১.৩০টা, ক্রিকেট বিশ্বকাপ ২০১১, স্টার স্পোর্টস ১ এবং ২ সকাল ৯টা, বেলা ২.৩০টা ও সন্ধ্যা ৬টা, গ্রেট সেঞ্চুরিস, সনি সিক্স
সকাল ৯.৩০টা, সকাল ১০.৩০টা, বেলা ১১টা, বিকাল ৪.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬টা ও রাত ৮.৩০টা, সনি টেন ১ সকাল ৮.৩০টা, ৯.৩০টা, বিকাল ৩.৩০টা, ৪.৩০টা ও রাত ১.৩০টা, সনি টেন ২।