চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বেশি দামে আলু বিক্রি: তিন ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২ নভেম্বর, ২০২০ | ৯:৩৮ অপরাহ্ণ

বেশি দামে আলু বিক্রি করার দায়ে তিন ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। আজ সোমবার নগরীর বায়েজিদ ও কোতয়ালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদবিহীন কাটা ওষুধ বিক্রি করা দায়ে আরও দুই ফামের্সীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এপিবিএন, ৯ এর সহায়তায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

এসময় অক্সিজেন বাজারের নুরুদ্দিন স্টোরকে ৪২ টাকায় আলু বিক্রয় করায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ২০ হাজার টাকা জরিমানা করে মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়। একই অপরাধে আমিন জুট মিল এলাকার মক্কা মদিনা বাণিজ্যালয়কে ২০ হাজার ও আতুরার ডিপো এলাকার রহমানিয়া সবজি ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর দিকে আমিন জুট মিল এলাকায় মেয়াদবিহীন কাটা ওষুধ বিক্রি করা দায়ে জনকল্যাণ ফার্মেসীকে ৫ হাজার ও শুকতারা ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

পূর্বকোণ/ আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট