১ নভেম্বর, ২০২০ | ৪:৪৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ্যাম্বুলেন্স মালিককে মারধরের ঘটনায় পাঁচলাইশ শ্রমিক লীগের সভাপতি শাহাদাৎ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাত দেড়টার দিকে চমেক হাসপাতালের গাড়ি পার্কিং স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় মারধরের শিকার চমেকের এ্যাম্বুলেন্স মালিক সমিতির সদস্য লিটন বৌদ্ধ বাদী হয়ে পাঁজনকে আসামি করে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন।
আসামিরা হলেন-পাঁচলাইশ থানার শ্রমিক লীগের সভাপতি মো. শাহাদাৎ হোসেন (৩৫), মো. বেলাল (৪৫), মো. আজিজ (৩৫), মো. বাবু (২৪) ও মো. সাত্তার (৪০)।
মামলা সূত্রে জানা যায়, চমেক হাসপাতালের গাড়ি পার্কিং স্থানে এ্যাম্বুলেন্স টেবিলে ডিউটি করার সময় চার পাঁচজন লোক দলবদ্ধ হয়ে লিটনের নিকট ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং প্রতি মাসের ১ তারিখ ৫০ হাজার টাকা দিতে হবে বলে হুমকি দেয়। লিটন টাকা দিকে অস্বীকার করায় তার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে মেরে আহত করে। পরে পুলিশে খবর দেয়ার পর পুলিশ শাহাদৎকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।
পূর্বকোণ/পিআর
The Post Viewed By: 145 People