চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মেয়াদোত্তীর্ণ স্যালাইন নবজাতকের শরীরে!

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২০ | ৯:৩১ অপরাহ্ণ

ছয় মাস আগেই মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করার অভিযোগ উঠেছে মাত্র একদিন বয়সী নবজাতকের শরীরে। এমনই ঘটনা ঘটেছে নগরীর পাঁচলাইশ এলাকার বেসরকারি সিএসটিসি হাসপাতালে। আর এ ঘটনায় নবজাতকের বাবা তানভীর নেওয়াজ পাঁচলাইশ থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ভুলবশতই কাজটি হয়েছে। তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন কর্তৃপক্ষ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া পূর্বকোণকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে, শুক্রবার রাতে ঘটনা জানাজানি হওয়ার পর রাতেই ওই নবজাতককে পাশ্ববর্তী প্রবর্তক মোড়ের বেবি কেয়ারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে বেবি কেয়ারের এনআইসিইউতে চিকিৎসাধীন আছে ওই শিশু। সেখানে শিশু বিশেষজ্ঞ ডা. বদরুল আলমের তত্ত্বাবধায়নে একটি টিম খোঁজ খবর রাখছেন বলে জানিয়েছেন সিএসটিসি হাসপাতালের পরিচালক (মার্কেটিং) মো. রাসেল। তিনি পূর্বকোণকে বলেন, ‘সব সময় স্টোরে থাকা মেডিসিন চেক করা হয়ে থাকে। যে সব মেয়াদোত্তীর্ণ তা সাথে সাথেই ধ্বংস কিংবা কোম্পানিকে দিয়ে দেয়া হয়। কিন্তু এটি আসলেই ভুলবশত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট যারই গাফেলতি আছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট