চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

অবৈধ ওষুধ বিক্রি: রাউজানে ৬ প্রতিষ্ঠানকে পৌনে এক কোটি টাকা জরিমানা

রাউজান সংবাদদাতা

২৯ অক্টোবর, ২০২০ | ৭:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামে রাউজানে ফার্মেসিতে অনুমোদনহীন ও নিষিদ্ধ ওষুধ রাখার দায়ে ৬ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইউএনও জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক কামরুল হাসান, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, রাউজান থানার পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জোনায়েদ কবির সোহাগ বলেন, নিষিদ্ধ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি করার দায়ে মেসার্স সোনালী ফার্মেসীর সত্ত্বাধিকারী প্রদীপ কান্তি চৌধুরীকে ৩০ হাজার টাকা, মেসার্স শাহ লতিফ ফার্মেসীর মো. মহিউদ্দিনকে ১৫ হাজার টাকা, মেসার্স মক্কা মেডিকেলের শাহ জাহানকে ১০ হাজার টাকা, মেসার্স রুপালী ফার্মেসীর জয়ন্ত দে-কে ১০ হাজার টাকা, পল্লী মঙ্গল ফার্মেসীর অভি দাশকে ৫ হাজার টাকা, মেসার্স জ্যোতি ফার্মেসী’র রুবেল কান্তি দে’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, ভোক্তা সাধারণের স্বার্থে এ ধরনের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

 

পূর্বকোণ/জাহেদ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট