চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

৭৪ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে বান্দরবান পৌরসভায়

৭৪ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে বান্দরবান পৌরসভায়

বান্দরবান সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০২০ | ৯:৩২ অপরাহ্ণ

বান্দরবান পৌরসভায় নির্বাচনের আগেই ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে। বান্দরবান পৌর এলাকায় এডিবি’র অর্থায়নে নগর পরিচালন অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের (ইউজিআইআইপি-৩) আওতায় ১৩২টি প্রকল্পের বিপরীতে প্রায় ৭৪ কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড চলছে। পৌর এলাকার তিনটি ওয়ার্ডে এসব উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

আজ বুধবার (২৮ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তার সাথে অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবি, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মংসুই খ‍্যয় মারমা, পৌর আওয়ামী লীগের নেতা অমল কান্তি দাশসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র বলেন, ইতিমধ্যে বিগত পাঁচ বছরে ৮৭টি প্রকল্পে ৪৩ কোটি ৭৬ লক্ষ ৩৯ হাজার টাকা ব্যয় করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে পাকা সড়ক নির্মাণ, আরসিসি ড্রেন, আরসিসি সিঁড়ি, রিটেইনিং ওয়াল, বক্স কালভার্ট ও ঘাটলা রয়েছে। অন্যদিকে ৪৫টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্পে ৩০ কোটি ৪৬ লাখ ৮১ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রকল্পগুলোর সম্পূর্ণ বাস্তবায়ন হওয়ার পর পৌরসভার চিত্র পাল্টে যাবে বলেও জানান পৌর মেয়র।

 

 

 

পূর্বকোণ/মিনার-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট