২৮ অক্টোবর, ২০২০ | ৮:৪৬ অপরাহ্ণ
কাপ্তাই সংবাদদাতা
রাঙামাটির কাপ্তাইয়ে প্লাস্টিকের বস্তায় সাদা পলিথিনে মুড়িয়ে চোলাইমদ চট্টগ্রামে পাচারের সময় এক নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত নারীর নাম মানুচিং মারমা (৩৮)। উপজেলার রাইখালীর ডলুছড়ি এলাকায় মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুইশ’ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাত ১২টা ৩৫ মিনিটে রাইখালীর ডলুছড়ি এলাকা থেকে মানুচিং মারমাকে আটক করা হয়েছে। এ সময় চট্টগ্রামের পাচারের জন্য মজুদ রাখা ১০টি পুরাতন প্লাস্টিকের বস্তায় সাদা পলিথিন মোড়ানো প্রতি ব্যাগে ২০ লিটার করে মোট ২শ’ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, দীর্ঘদিন যাবত পাইকারি ও খুচরা মদ বিক্রয় করতো বলে জানান। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকালে তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়।
পূর্বকোণ/মামুন-আরপি
The Post Viewed By: 151 People