চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

হটলাইনে অভিযোগ, বন্দরে দুদক’র অভিযান

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২০ | ১২:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে জাহাজের তেল চুরিসহ বিভিন্ন অভিযোগে বন্দর এলাকায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের চট্টগ্রাম-১ কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল ইসলাম মোড়লের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

দুদক হটলাইনে জাহাজের তেল চুরি, টেন্ডারবাজিসহ নানা দুর্নীতির অভিযোগ দেওয়া হয়। অভিযোগটি আমলে নিয়ে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় দুদক। এ সময় দুদক টিমের সদস্যরা সাম্প্রতিক সময়ের টেন্ডার সংক্রান্ত কাগজপত্র, তেল চুরি ও লগবই সার্টিফাই সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন। সেগুলো যাচাই করে কমিশনে প্রতিবেদন পেশ করা হবে।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।

 

 

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট