চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মূল্য নিয়ন্ত্রণে গো-খাদ্যের পাইকারি বাজারে অভিযান, জরিমানা

কর্ণফুলী সংবাদদাতা

২৭ অক্টোবর, ২০২০ | ৪:৪৬ অপরাহ্ণ

গো-খাদ্য বিশেষ করে সয়াবিন ও গমের ভূসির অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে পাইকারি বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর ) দুপুর ২ টার সময় নগরীর রাজাখালী, চাক্তাই এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন।

অভিযানে অতিরিক্ত দামে সয়াবিন ও গমের ভূসি বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না টাঙানো ও পণ্যের ক্রয়মূল্যের কোন রশিদ দেখাতে না পারায় ব্রাদার্স ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।  এছাড়া মূল্য তালিকা না টাঙানোয় আলিফ ট্রেডিং, কিষোয়ান গ্রুপ, জে সি ফুড প্রডাক্টসকে মৌখিকভাবে সর্তক করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: রাকিবুল ইসলাম।

জানতে চাইলে কর্ণফুলী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: রাকিবুল ইসলাম পূর্বকোণকে বলেন, প্রশাসন খামারীদের স্বার্থে মনিটরিং এর মাধ্যমে ন্যায্য মূল্যে প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাচ্ছে। পাইকারী বাজারে অভিযান চালিয়ে জরিমানা আদায় ও মৌখিকভাবে সর্তক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট