চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বেশি দামে আলু বিক্রি: রিয়াজউদ্দিন বাজারে ১০ আড়তকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২০ | ১:০৫ অপরাহ্ণ

বেশি দামে আলু বিক্রি করায় নগরীর রিয়াজউদ্দিন বাজারের ১০ আড়তকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রিয়াজউদ্দিন বাজারে আলুর বিভিন্ন আড়তে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

ম্যাজিস্ট্রেট ওমর ফারুক পূর্বকোণকে বলেন, ‘সরকারের আদেশ অমান্য করে বেশি দামে আলু বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় রিয়াজউদ্দিন বাজারে ১০টি আড়তকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তারা বিক্রির কোন রশিদও দেখাতে পারেনি।

জরিমানাপ্রাপ্ত আড়তগুলো হল- রিয়াজউদ্দিন বাজারের কুমিল্লা ট্রেডার্স, কুসুমপুরা বাণিজ্যালয়, রফরফ ট্রেডার্স, জননী ট্রেডার্স, মক্কা বাণিজ্যালয়, মামুন ট্রেডার্স, আবু তৈয়ব ট্রেডার্স, দাউদকান্দি বাণিজ্যালয়, শাহাবউদ্দিন ট্রেডার্স, আশীষ হাওলাদার ট্রেডার্স। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট