২৬ অক্টোবর, ২০২০ | ৬:১৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনে ঢল নেমেছে সনাতন ধর্মালম্বীদের। আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরের পর থেকে সমুদ্র সৈকতে শুরু হয় প্রতিমা বিসর্জন। ঢাক-ঢোল বাজিয়ে ভক্তরা মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের জন্য ট্রাকবাহী প্রতিমা নিয়ে জড়ো হচ্ছে পতেঙ্গা সৈকতে।
দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করেছেন ভক্তরা। হাতি চেপে কৈলাসে ফিরে যাচ্ছেন মা। হিন্দু পঞ্জিকা বলছে, মা গজে গমন করলে পৃথিবীতে জলের সমতা বজায় থাকে এবং শস্য ফলন ভালো হয়৷ সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে মর্ত্যভূমি৷ আজ দশমীতে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা। নগরের ১৬টি থানায় ২৭৩টি মণ্ডপে এবার দুর্গাপূজার আয়োজন করা হয়।
করোনা ভাইরাসের কারণে এবার শোভাযাত্রা, ধর্মসভা এবং প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে না। প্রতিমা বিসর্জনে শৃঙ্খলা বজায় রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সিএমপির পক্ষ থেকে পযার্প্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান সিএমপি পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
পূর্বকোণ / আরআর
The Post Viewed By: 145 People