চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ঈদের ছুটিতে সালালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আবুধাবি প্রবাসীর মৃত্যু

ইউএই প্রতিনিধি

১০ জুন, ২০১৯ | ১২:২৪ পূর্বাহ্ণ

ঈদের ছুটিতে ওমানের সালালাতে গিয়ে লাশ হলেন মোহাম্মদ জাহের আলী (৩৬)। তিনি আবুধাবি প্রবাসী সিলেটের দক্ষিণ সুনামগঞ্জের নোয়াখালী বাজার গ্রামের হাসান আলীর পুত্র।
নিহতের বড় ভাই সবুজ আলী জানান, গত ৪ জুন (মঙ্গলবার) সংযুক্ত আরব আমিরাতের ঈদের নামাজ শেষে জাহের আবুধাবি থেকে ওমানের ইয়েমেন সীমান্তবর্তী সালালার উদ্দেশ্যে একাই ড্রাইভ করে সড়ক পথে রওয়ানা হন তিনি। আর সেদিনই সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে সালালাহ হতে সাড়ে তিন কিলোমিটার পূর্বে জাফার সিটির তাম্রিদে। ফলে দুর্ঘটনার পর থেকেই তাঁর আবুধাবিতে এবং দেশে সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পরিবার ও পরিচিত মহলে উৎকন্ঠা নেমে আসে। অন্যদিকে ঈদের ছুটিতে অফিসপাড়া বন্ধ থাকায় তাঁর কোনপ্রকার খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল শনিবার সালালার তাম্রিদ পুলিশ স্টেশন থেকে নিহতের মোবাইল ফোন হতে নাম্বার সংগ্রহ করে ওমান পুলিশ যোগাযোগ করলে তারা তাঁর মৃত্যুর খবর পান। নিহতের দীর্ঘদিনের সতীর্থ আবুধাবি প্রবাসী সংগঠক আবদুল মান্নান জানান, ‘ঈদের আগে সারারাত জেগে জাহের আমাদের সাথে ঘোরাঘুরির পর একাই দীর্ঘ ১৭শ কিলোমিটার পথ ড্রাইভ করার অবসাদে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে দুর্ঘটনাটি ঘটে’। নিহতের ভাই সবুজ আলী জানিয়েছেন, আজ রবিবার তিনি সালতানাত অব ওমানে যাচ্ছেন এবং আবুধাবিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরহুমের লাশ দেশে ফিরিয়ে নেয়ার চেষ্টা চলছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট