১ অক্টোবর, ২০২০ | ২:৪৮ অপরাহ্ণ
সীতাকুণ্ড সংবাদদাতা
সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় এক নৌবাহিনী সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. লেদু মিয়া (৫০)। তিনি টাংগাইল জেলার গোপালপুর থানার ফলসিয়া গ্রামের গনি মিয়ার পুত্র।
বারআউলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের মাদামবিবিরহাট বানৌজাতে কর্মরত সিভিল ষ্টাফ লেদু মিয়া বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টার দিকে বাইসাইকেল যোগে মহাসড়কের চট্টগ্রামমুখী রোডে যাবার সময় রং সাইড থেকে একটি সিমেন্ট বোঝাই পিকআপ এসে তাকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ড ১১-০১০১) রং সাইডে গিয়ে পেছন থেকে নৌবাহিনীর সদস্যকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও কার আটক করেছি।
পূর্বকোণ/পিআর
The Post Viewed By: 137 People